চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি করোনায় আক্রান্ত হয়েছেন৷ আজ সন্ধ্যায় তিনি নিজে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন৷
“করোনা পজেটিভ। বেঁচে থাকলে দেখা হবে…” এই স্টাটাসটি দিয়েই নিজের করোনা আক্রান্তের খবর জানান৷ করোনা মহামারির সময় করোনা আক্রান্তদের জন্য চট্টগ্রামে একটি করোনা আইসোলেসন সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি নিজেও সার্বক্ষনিক তদারকিতে অংশ নিয়েছিলেন এই সাবেক ছাত্রনেতা৷ সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বেস কিছু কর্মসূচিতে অংশ নেন তিনি৷
বর্তমানে নুরুল আজিম রনির শারীরিক অবস্থা ভালো এবং তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে৷