নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ সংলগ্ন এলাকায় গত ১২ নভেম্বর রাতে ছুরিকাঘাতে যুুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী হত্যা মামলার ০৪ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত চার আসামি হলো- মোস্তফা কামাল টিপু, মোঃ মাহাবুব, ফয়সাল খান ও রাব্বি। অপর আসামি শাহেদ অন্য মামলায় আগে থেকেই গ্রেফতার ছিলেন।
আত্মসমর্পণের পর চার আসামীর জামিন আবেদন নাকচ করে চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২০ জানুয়ারি) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দীন চৌধুরী।
গত ১২ ই নভেম্বর রাতে নগরীর কর্মাস কলেজের সামনে যুবলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যুর পর তার বড়বোন রোজী চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলাটি দায়ের করেছিলেন। মামলায় আগ্রাবাদ এলাকার কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপু, রমজান আলী সহ মোট ০৭ জনকে আসামি করা হয়েছিল।
বিগত ১৬ ই নভেম্বর রাতে ভারতে পালিয়ে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে প্রধান আসামি মোঃ রমজান আলীকে গ্রেফতার করে পুলিশ।